করোনা: ফরিদপুর মেডিকেলের সহযোগী অধ্যাপক ডা: শফিককে ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ০১:২১ এএম
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শফিক উর রহমানকে ঢাকায় নেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ফরিদপুর থেকে রাজধানীতে নেওয়া হচ্ছে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হবে। সোমবার (১৩ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। মারা গেছেন দুই হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন। আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন। মৃতদের মধ্যেও রয়েছেন অনেক চিকিৎসক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: