এবার ভুয়া রিপোর্ট দেয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ০৩:৫২ পিএম
রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার দায়ে বোয়ালখালীর নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যখন সারাদেশে রিজেন্ট হাসপাতালের দুর্নীতি আর অনিয়ম নিয়ে তোলপাড় হচ্ছে তখন চট্টগ্রামের এই হাসপাতাল সিলগালা করলেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুনের নির্দেশনায় বোয়ালখালীতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: