‘ডিজি পদত্যাগ করলেও অধিদপ্তরের কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই চলছে’

প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ০১:৫৯ পিএম
করোনা ভাইরাসের শনাক্ত সম্পর্কে ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয়ার পর থেকেই মন্ত্রণালয় ও অধিদফতরের পরস্পরকে দোষারোপের মধ্যেই পদত্যাগ করলেন আবুল কালাম আজাদ। মহাপরিচালকের (ডিজি) পদ থেকে আবুল কালাম আজাদ পদত্যাগ করলেও স্বাস্থ্য অধিদপ্তরের সব কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই চলছে। কোথাও কোনো বাধা-বিপত্তি নেই। বুধবার (২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। নানা বিতর্কের পর মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। আজ পদত্যাপত্র গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। এছাড়া অব্যাহতি দেয়া হয়েছে অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক আমিনুল হাসানকে। করোনা মোকাবিলায় ব্যর্থতাসহ সাম্প্রতিক নানা কারণে সমালোচিত স্বাস্থ্য অধিদপ্তর। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তিসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায়, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ ছিল আবুল কালাম আজাদের দিকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: