ফ্লাইওভারে সুতা বেঁধে মোটরসাইকেলে গতিরোধ করে করা হতো ছিনতাই

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২০, ০৬:৫৬ এএম
দীর্ঘদিন ধরে ফ্লাইওভারগুলোতে সুতা বেঁধে ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছিল ঢাকা এবং চট্টগ্রামে। এমন খবরে চট্টগ্রামের আখতারুজ্জামান, বহদ্দারহাটসহ নগরীর বিভিন্ন ফ্লাইওভারে অভিযান চালায় পুলিশ। দুইদিনের অভিযানে ৩৪ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ১৪ জন কিশোর। জানা যায়, ফ্লাইওভারে একদল ছিনতাইকারী আঁড়াআঁড়ি নাইলনের সুতা বেঁধে দিয়ে মোটরসাইকেল আটকিয়ে ছিনতাই করে আসছিল। আঁড়াআঁড়ি বেঁধে দেয়া সুতোয় মোটরসাইকেল আরোহীরা আটকে দুর্ঘটনার শিকার বা আহত হলে ছিনতাইকারীরা তাদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান সবকিছু ছিনতাই করে নিয়ে যায়। আটকদের মধ্যে ১৪ জনই কিশোর অপরাধী। আদালতের নির্দেশে তাদেরকে হাটহাজারি কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। বাকি প্রাপ্ত বয়স্কের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: