শিমুলিয়াঘাটে ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক লীগের বিক্ষোভ, মিছিল ও কর্মবিরতি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে জেলা নৌযান শ্রমিকলীগ ১৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন। বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে নৌযান শ্রমিকলীগ এ কর্মসূচি পালন করে।
মুন্সীগঞ্জ জেলা নৌযান শ্রমিকলীগের সভাপতি আবুল হাসেম খানের নেতৃত্বে জেলার সকল পণ্যবাহী নৌযানের কর্মবিরতি পালনসহ বিক্ষোভ ও মিছিল করেন। এসময় নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের আহবানে খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করেন নৌযান শ্রমিকলীগের কর্মীরা। ‘১৫ দফা দাবি মানতে হবে নইলে জাহাজ বন্ধ হবে, আমাদের দাবি মেনে নাও নইলে জাহাজ বুঝে নাও’। দুনিয়ার মজদুর এক হও এক হও, দাবি আদায়ে সামিল হও এ স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ ও মিছিল করা হয়েছে। পরে তারা কর্মবিরতিতে যান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা নৌযান শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল শিকদার বাবু, সাধারণ সম্পাদক জহির ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক মাদবর, সাংগঠনিক সম্পাদক শিপন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ খালাসী প্রমুখ। এ সময় মিছিলকারীরা শিমুলিয়া ঘাটের সিবোট ঘাট ও লঞ্চঘাটে স্লোগানসহ বিক্ষোভ করেছেন।
এমআর/এনই
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
- গ্যাসের সমস্যা দূর করে পেঁপে
- চুল পড়া রোধে করণীয়
- নিয়মিত খেজুর খেলে যত উপকার
- দাঁতের হলদে ভাব দূর করার উপায়
- খাদ্যাভ্যাসে চিনির পরিমাণে কমতে পারে শুক্রাণুর মান
- সুস্থ থাকতে যেসব সবজি খাবেন
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সবিচালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
পাঠকের মন্তব্য: