মুজিব শতবর্ষে বশেমুরবিপ্রবি’তে ১৫ দিন ব্যাপী বৃক্ষ রোপণের অনন্য উদ্যোগ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ০২:৫৫ এএম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ১৫ দিন ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অনন্য উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ কর্মসূচীর উদ্বোধন করা হবে। মঙ্গলবার (২০ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো: নূরউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হবে। প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ, মুজিব শতবর্ষ সংকলন প্রকাশ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: