অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করার নিয়ম

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ০৩:৩৮ পিএম
অপ্রয়োজনীয় এসএমএস’র কারণে অনেক গুরুত্বপূর্ণ এসএমএস দেখা বা গুরুত্ব দেয়া হয় না। কিন্তু এসএমএসটি যদি হয় অপ্রয়োজনীয় তাহলে রাগ করা ছাড়া আর কিছুই করার থাকে না। সারাদিনে এমন একাধিক স্প্যাম এসএমএস বিরক্ত হতে হয় অনেককেই। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবীমা, ক্রেডিট কার্ড সেবা এমন নানা জায়গা থেকে এসএমএস আসে। যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়। অনাকাঙ্ক্ষিত এসএমএস থেকে রক্ষা পেতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করতে পারেন: গ্রামীণফোন গ্রাহকরা: প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে ডায়াল করুন *121*1101# আবার চালু করতে ডায়াল করুন *121*1102# রবি গ্রাহকরা: ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন। এজন্য ফোন করে বলতে হবে, ‘আমি এই সেবা চাই না।’ তাহলে সংশ্লিষ্টরা ফোনদাতাকে নিয়ে যাবে ডিএনডি বিভাগে। এয়ারটেলের গ্রাহকরা: ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন। বাংলালিংক গ্রাহকরা: কেউ বাংলালিংক নম্বরে এসএমএস না চাইলে মেসেজ অপশনে গিয়ে অফ (OFF) লিখে ৬১২১ নম্বরে এসএমএস পাঠানো যাবে। টেলিটক গ্রাহকরা: টেলিটকের এ ধরনের কোনও সেবা (এসএমএস ব্লক) নেই।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: