ময়মনসিংহে ৩ জেমবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ০৮:১১ পিএম
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদিন (জেএমবি)’র ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪'র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের রফিকুল ইসলাম, গোয়ালিয়া গ্রামের সিদ্দিকুজ্জামান সিদ্দিক ও বিন্নাকুড়ি গ্রামের আব্দুস সামাদ। বুধবার (২৮ আগস্ট) দ্বিবাগত রাতে র‌্যাব-১৪'র একটি টিম বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযোগ চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ র‌্যাবের পক্ষ থেকে তাদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন (জেএমবি) সদস্যরা সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদেরকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা গোপনে সংগঠিত হয়ে নাশকতার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। র‌্যাব-১৪ তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশে হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: