ফরিদপুরে মুক্তি পাচ্ছে শর্টফিল্ম ‘রক্ত গোলাপ’

নতুন শর্টফিল্ম নিয়ে হাজির হচ্ছেন পরিচালক তানভীর তুহিন এবং এন ইউ প্রিন্স। তাদের নতুন শর্টফিল্মটির নাম ‘রক্ত গোলাপ’। ভিন্ন ধাঁচের একটি কাহিনীর শর্টফিল্ম এটি। সব কাজ শেষে ‘রক্ত গোলাপ’ শর্টফিল্মের অফিসিয়াল পোস্টার ও ট্রেইলার মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগে। আগামীকাল শুক্রবার ৩০ অক্টোবর মুক্তি পাবে এই শর্টফিল্মটি৷ জানা যায়, রাত ৮ টায় ইউটিউব চ্যানেলে এবং আরসি টিভিতে দেখা যাবে শর্টফিল্মটি। এছাড়াও পরিচালকেরা তাদের নিজস্ব ফেইসবুক আইডিতেও আপলোড করবেন শর্টফিল্মটি।
এ শর্টফিল্মে নবাগত শাহরিয়ার রুবেল এর সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত ‘মৌ। তাদের ডান্স, অভিনয় এবং এ্যাকশনের কিছু অংশ ইতিমধ্যে দর্শকেরা ট্রেইলারে দেখেছে। শর্টফিল্মটি পরিচালনা করেছেন তানভীর তুহিন ও এন ইউ প্রিন্স।
এ প্রসঙ্গে এন ইউ প্রিন্স বলেন, ‘পুরো টিম বেশ কষ্ট করেছে শর্টফিল্মটির জন্য। সবাই সেরাটা দেয়ার চেষ্টা করছে। শর্টফিল্মের এই ক্রান্তিলগ্নে কতটুকু করতে পারবো আমরা জানিনা, তবে চেষ্টা করছি দর্শক উপভোগ করবেন এমন একটি শর্টফিল্ম উপহার দিতে।’ আমাদের বিগত নির্মান গুলোর থেকে এটা একটু অন্যরকম ৷ নাচ-গান, রোমান্টিকতা, এ্যাকশন, বিরহ নিয়ে নির্মিত হয়েছে এটি ।পুরো আলাদা ধাঁচের শর্টফিল্ম রক্ত গোলাপ।
আরেক পরিচালক তানভীর তুহিন বলেন, ‘গতানুগতিক ধারার বাইরের শর্টফিল্ম ‘রক্ত গোলাপ’। এর গল্পটিও অনেকটা আলাদা। শুটিং শেষে শর্টফিল্ম এর পোস্টার এবং ট্রেইলার প্রকাশ হয়েছে। যেটা দেখে দর্শক অনেক প্রশংসা করেছে। এটা সত্যিই আমাদের জন্য আনন্দের। আগামীকাল দর্শকরা দেখতে পাবেন আমাদের নির্মাণটি।’ এই করোনার মধ্যে সব কিছু আমাদের অনুকূলে ছিলোনা তাই শুটিং করতে খুব সমস্যা হয়েছে এবং পুরো কাজ শেষ করতে অনেক সময় লেগেছে। সব সমস্যা কাটিয়ে আগামীকাল আমরা রক্ত গোলাপ কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সকল দর্শকের কাছে অনুরোধ থাকবে ভুল ত্রুটি মা করে আপনারা শর্টফিল্মটি সম্পূর্ণ দেখে আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে সামনে হয়তো আরো ভালো কিছু নির্মাণ করতে পারবো।
এমআর/এনই
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
- গ্যাসের সমস্যা দূর করে পেঁপে
- চুল পড়া রোধে করণীয়
- নিয়মিত খেজুর খেলে যত উপকার
- দাঁতের হলদে ভাব দূর করার উপায়
- খাদ্যাভ্যাসে চিনির পরিমাণে কমতে পারে শুক্রাণুর মান
- সুস্থ থাকতে যেসব সবজি খাবেন
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সবিচালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
পাঠকের মন্তব্য: