গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে না ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১২:১৬ এএম
গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ভর্তি পরীক্ষা কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ বিভাগীয় সভাপতি ও কমিটির সদস্যরা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার বিপক্ষে মত দেন। এর ভিত্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রশাসন।' ভর্তি পরীক্ষার তারিখ ও দ্বিতীয়বার সুযোগ থাকছে কিনা এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, 'ভর্তি পরীক্ষা কমিটির পরবর্তী সভায় তারিখ নির্ধারণ করা হবে। এ বছরও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে।' এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় শুরু হয়। সভায় বিভাগীয় সভাপতি, অনুষদীয় ডীন, হল প্রাধ্যক্ষ ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: