এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরের ৬৫ জন কর্মকর্তা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি ক্লাস্টারের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটির কর্মকর্তাদের অভ্যন্তরীণ একটি ই-মেইলের বরাত দিয়ে এখবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
খবর প্রকাশের পরে এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফারাহ দাখলাল্লাহ। জেনেভার কার্যালয় থেকে সংক্রমণ ছড়িয়েছে কি-না তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আক্রান্তদের প্রায় অর্ধেকই বাড়ি থেকে কাজ করছিলেন। আর কার্যালয়ে গিয়ে কাজ করছিলেন ৩২ জন কর্মকর্তা। আক্রান্তরা সবাই আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের মধ্যে সংস্থাটির একজন উর্ধতন পরিচালকও রয়েছেন বলে জানা যায়।
কেএ/ডিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: