ব্রেন স্ট্রোকে রাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ০৯:৪৪ পিএম
কামরুল হাসান অভি, রাবি থেকে: ব্রেন স্ট্রোকের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিয়ন ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান আলী বলেন, গতকাল পর্যন্ত কোন কিছুই ছিলনা সুস্থ ছিল লিয়ন, কালকেও অনেকের সাথে কথাও হয়েছে তার, আজকে সকালের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় তার পরই আনুমানিক সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। তিনি বলেন, লিয়নের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। ওর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এবং শোক সন্তোপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হবে বলেও জানান তিনি। তবে, সময় এখনও নির্দিষ্ট হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: