‘ইতি তোমাদের তিথি’ লিখে রেখেই ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০৫:২৬ এএম
দিনাজপুর নাসিং কলেজ ক্যাস্পাসের নাসিং হলে তিথি আকতার (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পূর্বে বান্ধবীদের উদ্দেশে তিনি লিখে রেখে যান একটি চিরকুট। তিথি আকতার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার কুমার পাড়া গ্রামের মো. আলমগীর ইসলামের মেয়ে। তিনি দিনাজপুর নাসিং কলেজের মিডিওয়াইফারি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ২৩ নভেম্বর সোমাবার বেলা পৌনে ১২টার সময় দিনাজপুর নার্সিং কলেজ ক্যাস্পাসের নাসিং হলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যা করার আগে বান্ধবীদের উদ্দেশে চিরকুটে তিনি লেখেন 'আমাকে ক্ষমা করে দিও সবাই। কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি। বিদায় বান্ধবীরা। ইতি তোমাদের তিথি'। চিরকুটে তারিখ লেখা ২৩/১১/২০২০, আর সময় সকাল ৯টা ২৫। দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মাগদেলেনা সরেন জানান, সকালে সে ডাইনিং এ দেরিতে আসে। এ সময় তার বান্ধবীরা তাকে তাড়াতাড়ি নাশতা করে পরীক্ষার কক্ষে আসার জন্য বলে চলে যায়। পরে সে নাশতা শেষ করে নিজের কক্ষে চলে যায়। কিন্তু সকাল ৯টায় পরীক্ষা শুরু হলেও সে পরীক্ষায় অংশ নেয়নি। পরে তার কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ ঝুলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাল লাশ উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অধ্যক্ষ মাগদেলেনা সরেন জানান, তিথি আকতার দীর্ঘদিন ধরে মেয়েলি রোগে ভুগছিল। সে কারণেই হতাশা থেকে হয়তো এই পথ বেছে নিয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: