শরীরে ডোরাকাটা চিহ্ন নিয়ে শিশুর জন্ম!

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০৯:২৯ পিএম
শরীরে ডোরাকাটা চিহ্ন। অনেকটা প্লাস্টিকের মতো মোড়ানো ত্বক। এমনই বিরল চর্মরোগ নিয়ে চট্টগ্রামে জন্ম নিয়েছে এক শিশু। দুদিন আগে জন্ম নেয়া শিশুটির চিকিৎসা চলছে হাসপাতালে। বিশেষজ্ঞদের মতে, জিনগত ত্রুটির কারণেই এমন শিশুর জন্ম। শরীরে ডোরাকাটা লাল রঙের দাগ। যা বেশিরভাগ অংশজুড়েই। বিরল চর্মরোগ নিয়ে এই শিশুটি শনিবার জন্ম নেয় চট্টগ্রামে। বর্তমানে তার চিকিৎসা চলছে চমেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে। অপারেশনের মাধ্যমে এই শিশুটি জন্ম নেয় ৩৮ সপ্তাহেই। সময় বিবেচনায় যা অনেকটা স্বাভাবিক স্বাভাবিক। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এসব শিশুকে বলা হয় কলোডিয়ান বেবি। চিকিৎসকরা বলছেন, হারলেকুয়িন ইকথাইয়োসিস নামে এক ধরণের জন্মগত চর্মরোগ নিয়েই জন্ম নেয় এ ধরণের শিশু।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: