ভারতের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিভার’

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ০২:৩৫ পিএম
ভারতের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিভার’। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তামিলনাড়ুর মারাক্কানাম ও পুদুচেরিতে আঘাত হানে পাঁচ ক্যাটাগরির ঘূর্ণিঝড় নিভার। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই, পুদুচেরি, কাড্ডালোর-সহ বিভিন্ন এলাকায়। নিভারের দাপটে বৃষ্টির তেজ আরও বেড়েছে। উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে এক লাখের বেশি মানুষকে। কেন্দ্রীয় আবহবিজ্ঞান বিভাগের বুলেটিনে বলা হয়েছে, পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাতেই ঘনীভূত হয়ে রয়েছে নিভার। সমুদ্রে ওই ঘূর্ণিঝড় অতি প্রবল থাকলেও স্থলভাগে আছড়ে পড়ার সময়েই তার দাপট কমেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: