চাহালের মতো লজ্জায় পড়েনি আর কোনো ভারতীয় স্পিনার!

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ০৩:০০ পিএম
এমন লজ্জার দিন আর আসেনি ভারতীয স্পিনার যুজবেন্দ্র চাহালের জীবনে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে আর কোনো স্পিনারকেই আসলে এমন লজ্জায় পড়তে হয়নি। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খরুচে বোলিংয়ের রেকর্ডে নিজেকেই ছাড়িয়ে ভারতীয় এ লেগ স্পিনার পেলেন তেতো স্বাদ। রানবন্যার ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ১টি উইকেট নিয়েছেন চাহাল। কিন্তু খরচ করে ফেলেছেন ৮৯ রান। অর্থাৎ ওভারপ্রতি প্রায় ৯ রানের মতো (৮.৯) দিয়েছেন ভারতীয় এই লেগস্পিনার। ওয়ানডেতে কোনো প্রতিপক্ষের বিপক্ষে কখনই ভারতীয় কোনো স্পিনার এত রান খরচ করেনি। এর আগের রেকর্ডটিও অবশ্য ছিল চাহালেরই দখলে। ২০১৯ সালের জুনে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৮৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। চাহালের পরে স্পিনার হিসেবে রেকর্ডে আছেন আরেক লেগ স্পিনার পিযুষ চাওলা। ২০০৮ সালে মিরপুরে ১০ ওভারে তিনি গুনেছিলেন ৮৫ রান। পেস-স্পিন মিলিয়ে ভারতের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে চাহাল আছেন চার নম্বরে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১০৬ রান দিয়ে রেকর্ডটি ভুবনেশ্বর কুমারের। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ১০২ রান দিয়েছিলেন আরেক পেসার বিনয় কুমার। ২০১৭ সালে আবার ভুবনেশ্বর ১০ ওভারে ৯২ রান দেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: