বিয়েতে বরকে একে-৪৭ উপহার!

পাকিস্তানে এক বিয়ের আসর সেজেগুজে বসে রয়েছেন নবদম্পতি। অতিথিরা আসছেন, দেখা করছেন আর সেইসঙ্গে নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কেউ আশীর্বাদ করছেন আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন।
সবকিছু ঠিকই ছিল। তবে অবাক করার ঘটনা ঘটল তখনই যখন কেউ বরের হাতে তুলে দিলেন একে-৪৭ অটো রাইফেল। না, কাউকে খুন করতে বা আঘাত করতে নয়। বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এই বন্দুক তুলে দেয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী একে-৪৭ রাইফেল বরের হাতে তুলে দিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো এতে বর না কনে-কেউই তেমন অবাক হননি। একে-৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে। তবে নেটিজেনদের অনেকেই ধারণা করেন, ওই নারী নবদম্পতির পূর্ব পরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।
ইলিয়াস/এসক
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সবিচালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
পাঠকের মন্তব্য: