‘যাদের হাতে সাইনবোর্ড খোলা হচ্ছে তাদেরই সাইনবোর্ড লাগাতে হবে’

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৬:২৪ এএম
পুরান ঢাকার মোগলটুলীতে জিয়াউর রহমানের নামে করা স্কুলের নাম পরিবর্তন করার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ইচ্ছা করলেই জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। কারণ, এটা হৃদয়ের লেখা, কালিতে নয়। তিনি বলেন, জিয়াউর রহমানের নামে করা স্কুলের নাম পরিবর্তন করার শাস্তি ভোগ করার জন্য আগামী দিনে প্রস্তুত থাকতে হবে। সোমবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মোগলটুলীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। গয়েশ্বর বলেন, যাদের দিয়ে আজকে সাইনবোর্ড খোলা হচ্ছে তাদের দিয়েই সাইনবোর্ড লাগাতে হবে। যদি তারা এই বাংলাদেশে বাস করতে চান, ঢাকা শহরে বাস করতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনি আপনার পিতার (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) ভাস্কর্য বানান, আপত্তি নেই। আমরা শেখ মুজিবুর রহমানকে অপমান করি না। তার জায়গা ইতিহাসে যেখানে আছে, সেখানেই থাকবে। তার যতটুকু অবদান আছে, তা আমরা স্বীকার করব- এটাই নিয়ম। রাষ্ট্র পরিচালনায় তার ব্যর্থতা থাকতে পারে, তা নিয়েও আমরা কথা বলব। তিনি বলেন, আজকে জিয়াউর রহমানের নাম পরিবর্তন করছেন, পাশাপাশি আপনাদের নাম পাহাড়ের চূড়ায় রাষ্ট্রীয় টাকা খরচ করে প্রতিদিনই লাগাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের একজন মহানায়ককে যদি মুছে ফেলতে চান, যেদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবেন না, সেদিন জনগণ আপনাদের নামও মুছে ফেলবে। সে দিনের কথাও সরকারকে ভাবতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: