শাহিনবাগের দাদিকে নিয়ে ভুয়া পোস্ট করে সমালোচিত কঙ্গনা

কৃষক বিক্ষোভ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল উত্তর-পূর্ব ভারত। পাঞ্জাব-হরিয়ানা থেকে কাতারে কাতারে বিক্ষোভকারী ‘দিল্লি চলো’ অভিযানে শামিল হয়েছেন। শুরু থেকেই কৃষক বিদ্রোহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কঙ্গনা। এর বিরুদ্ধে একের পর এক টুইট করে চলেছেন তিনি।
তেমনই এক টুইট করতে গিয়ে বিপাকে পড়েন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। কৃষক বিক্ষোভে শামিল হওয়া এক বৃদ্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। অনেকেই তাকে শাহিনবাগের দাদি বিলকিস বানো হিসেবে ব্যাখ্যা করেছেন, যাকে কিনা টাইমস ম্যাগাজিনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে রাখা হয়েছিল।
সেই ছবি টুইটারে শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, ‘হা! হা! ইনি তো সেই দাদি, যাকে টাইমস ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় রাখা হয়েছিল। একে তো ১০০ টাকার বিনিময়েই পাওয়া যায়। পাক সাংবাদিকেরা আন্তর্জাতিক মঞ্চে একে ভারতের সম্মানহানির জন্য পিআর হিসেবে প্রদর্শন করছে। আন্তর্জাতিক মঞ্চে আমাদের কথা বলার জন্যও লোক প্রয়োজন।’
কঙ্গনার এই টুইটের তীব্র প্রতিবাদ করেন নেটিজেনরা। কটাক্ষের পাশাপাশি কেউ কেউ আবার কঙ্গনার বিরুদ্ধে বিলকিস বানোকে মামলা করুন, এমনটা চেয়ে পোস্ট করেছেন।
বেকায়দার পড়ে নিজের টুইটটি মুছে ফেলেছেন কঙ্গনা। তবে ততক্ষণে স্ক্রিনশট নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে অবশ্য দমে যাননি অভিনেত্রী। বিক্ষোভরত কৃষকদের সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই টুইট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি কিছু বুঝতে পারছি না, একটু ইটালির ভাষায় বোঝান।’
ইলিয়াস/এসক
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সবিচালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
পাঠকের মন্তব্য: