জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান সায়মা ওয়াজেদের

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সামগ্রিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডর ফর ভালনারেবিলিটি সায়মা ওয়াজেদ পুতুল।
সম্প্রতি লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ‘সিভিএফ-কপ ২৬ মিটিং দ্য সারভাইবাল ডেডলাইন টুয়ার্ডস ম্যাক্সিমাল রিসাইলেন্স’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে সায়মা এসব কথা বলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবন, জীবিকা ও মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং ইকো-সিস্টেম ধ্বংস হয়ে যায়। আর সবকিছুর প্রভাবে পড়ে সেই সব মানুষের ওপর যারা অধিকতর ঝুঁকিপূর্ণ। সেইসাথে তাদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের কারণে তাদের অক্ষমতা ও স্বাস্থ্যগত কারণে তাদের অবস্থা আরও বিপন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ প্রেসিডেন্সি অফ দ্যা ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ সিভিএফ এর ওপর একটি মূল বক্তব্য উপস্থাপন করেন। লন্ডন ভিত্তিক ৪০টি সিভিএএফ সদস্য রাষ্ট্রসমূহের হাইকমিশনার, রাষ্ট্রদূত এবং কূটনীতিক এতে অংশ নেন বলে বুধবার জানিয়েছে হাই কমিশন।
লন্ডনে নব গঠিত সিভিএফ হাই কমিশনার ও অ্যাম্বাসেডরস ফোরামের অংশ হিসাবে যুক্তরাজ্য বাংলাদেশি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সভাপতিত্বে যুক্তরাজ্য এফসিডিও এর প্রশান্ত মহাসাগরীয় পরিবেশ ও কপ-২৬ বিষয়ক মন্ত্রী লর্ড জ্যাক গোল্ডস্মিথ, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, সিভিএফ এক্সপার্ট অ্যাডভাইসরি গ্রুপ অ্যান্ড ডিরেক্টর অফ দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেন্ট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান অধ্যপক সলিমুল হক এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার অধ্যাপক ড. প্যাটরিক ভারকইজেন ডায়লগের উচ্চ পর্যায়ের এ ইভেন্ট অংশ নেন।
নাঈম/নিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সবিচালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
পাঠকের মন্তব্য: