বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৫ এএম
কামরুল হাসান অভি, রাবি থেকে: বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐকমঞ্চের ব্যানারে মানববন্ধনটির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন তারা এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি ও ধর্ম ব্যবসায়ী। এদেশে ধর্মের নামে রাজনীতি অনেক আগ থেকেই হয়ে চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য, তাঁর মুরাল,ছবি ধ্বংসের পাশাপাশি বাংলাদেশের মহান স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার পায়তারা চলছে। বক্তারা আরও বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে দেশের ইতিহাস,ঐতিহ্য, সংস্কৃতিকে মুছে ফেলার এই ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না। এদেশে স্বাধীনতাবিরোধী,রাজাকার,বকধার্মিকদের জায়গা হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার মত ধৃষ্টতা যারা দেখাচ্ছে তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে সমাজকর্ম বিভাগের প্রফেসর মো.রবিউল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর সরকার সুজিত কুমার, ইতিহাস বিভাগের প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র, রাবি ছাত্রলীগের সহ সভাপতি মাহফুজ আল আমিন,বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাবেক ছাত্রলীগ নেতা মতিউর মর্তুজা, মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদসহ কয়েকজন শিক্ষক ও ছাত্র বক্তব্য রাখেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক ছাত্র,শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রোস্তম আলী সংহতি প্রকাশ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: