বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইবিতে নিন্দার ঝড়

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ০৫:৫৯ এএম
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন প্রগতিশীল সংগঠন। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে পৃথক বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, শাখা ছাত্রলীগ, ইবি প্রেসক্লাবসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন। এতে রাতের আঁধারে এ ধরণের ঘটনাকে ন্যাক্কারজনক ও স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের ফসল হিসেবে উল্লেখ করা হয়। একইসাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। প্রসঙ্গত, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুষ্কৃতরা। কারা এই ভাস্কর্য ভাংচুরে যুক্ত ছিল, তা জানা এখনো যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: