বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধীতা এবং কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১১:৪৪ পিএম
কামরুল হাসান অভি, রাবি থেকে: স্বাধীনতা বিরোধী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা এবং কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় শহীদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন তারা। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মূর্তি হলেই পূজা হয়না। মৌলবাদীরা সাধারণ মানুষকে ধর্মের কথা বলে সুরসুরি দিচ্ছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননা করা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব যারা করছে তারা বাংলাদেশের স্বাধিকারে বিশ্বাস করেনা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা। এদেরকে প্রতিহত করতে হবে। এসময় বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে মূর্তি বিতর্ক শুরু করছে, সারাবিশ্বে ভাস্কর্য থাকলে তা নিয়ে মৌলবাদীদের কোন মাথা ব্যথা নেই। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েই তাদের বিতর্ক। এসকল ধর্ম ব্যবসায়ীদের এদেশে জায়গা হবে না। তারা বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না তার ভাস্কর্য ভেঙ্গে ধমান্ধরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙেছে বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে তাদের বিচারের দাবি জানান বক্তারা। এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, লায়লা আরজুমান বানু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক এস এম আবু বকর, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রসহ বিভিন্ন বিভাগের ডীন, সভাপতি, হল প্রাধ্যক্ষ এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: