৩০ টাকার লটারি জিতে কোটিপতি ভ্যানচালক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০৫:২১ পিএম
লটারি জিতে কোটিপতি বনে যাবো এইরকম স্বপ্ন আমাদের সবার মধ্যেই আছে। সেই অধরা স্বপ্ন সত্যি হলো ভারতের এক ভ্যানচালকের। মাত্র ৩০ টাকার এক লটারি কিনে বনে গেলেন কোটিপতি। তার সংসারে এখন হাসির ঝিলিক। জানা গেছে, ওই ভ্যানচালকের নাম রমজান আলি। পশ্চিম বঙ্গে জটার বসবাস। অনেক বছর আগে আগ্রাসী গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারান তিনি। সংসার নিয়ে বাঁধের ধারে একটি ঝুপড়িতে বাস করছেন তিনি। বর্তমানে স্থানীয় সড়কে ম্যাজিকভ্যান চালিয়ে পরিবারের খরচ সামলান রমজান। কিন্তু হঠাৎ রাতারাতি বদলে গেল সবকিছু। ম্যাজিকভ্যানের চালক থেকে এখন কোটিপতি রমজান। লটারিতে প্রথম পুরস্কার জেতার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই দিনমজুর। এলাকার দুর্বৃত্তরা তার লটারির টিকিট কেড়ে নিতে পারে, এমন আশঙ্কাও ছিল তার মনে। খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতেই তার বাড়িতে পুলিশ প্রহরার ব্যবস্থা করেন মানিকচক থানার ওসি কুণালকান্তি দাস। এ ঘটনায় রমজানের এলাকায় শোরগোল পড়ে গেছে। ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, রমজান আলি ম্যাজিকভ্যানের চালক। তিনি পরিবার নিয়ে পশ্চিম বঙ্গের নূরপুর গ্রামের রাস্তার ধারে সরকারি খাসজমিতে এক চিলতে চাটাই, টালির ঘরে বসবাস করেন। পরিবারে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। রমজান বলেন, গত বৃহস্পতিবার দুপুরে গাড়ি ভাড়ার সুবাদে দেড়শো টাকা বকশিস পেয়েছিলাম। সেখান থেকে শখ করে ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেটেছিলাম। বিকেলে সেই লটারির খেলা ছিল। তাতে আমার ভাগ্য বদলে দেবে তা আশা করিনি। তিনি বলেন, নূরপুর স্ট্যান্ডে টিকিট কেটে ছিলাম। সেখানকার দোকানদারই শোরগোল শুরু করে দেয় আমি এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছি। ভাগ্যের চাকার বদলে খুশি রমজান আলি। নিজের বাড়ি তৈরি করার পাশাপাশি এলাকায় একটি স্কুল তৈরির জন্য ১০ লাখ টাকা দান করবেন বলেও জানিয়েছেন তিনি। সূত্র: ইত্তেফাক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: