যথাযোগ্য মর্যদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:১৬ পিএম
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) কালো পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও হলসমূহের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। একইসাথে কালো পতাকা উত্তোলন করে কালোব্যাজ ধারণ করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্যের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ। এরপর একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিভিন্ন হল, অনুষদ, কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ইবি প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে (রাত ১২টা ১মিনিটে) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালে মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: