‘বিএনপি নেতারা কি এখন সেতুর উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে?’

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:১২ পিএম
পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তোলা বিএনপি নেতাদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, বিএনপি কি এখন সেতুর উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে? মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, পদ্মা সেতু একটি রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পত্তি রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুর মাধ্যমে পদ্মার দুই পাড় সংযুক্ত হয়েছে। তবে এই পদ্মা সেতু যাতে না হয় সে জন্য বহু ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের সঙ্গে বিএনপিও যুক্ত ছিল। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, তিনি বলেছিলেন আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না। খুব জোর দিয়ে তিনি এ কথা বলেছিলেন। খালেদা জিয়া এটাও বলেছিলেন, আওয়ামী লীগ যদি জোড়াতালি দিয়েও বানায় তবে সেটার উপর দিয়ে কেউ যাবেনা। ড. হাছান মাহ্‌মুদ বলেন, বিএনপি কি এখন সেতুর উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে? মির্জা ফখরুল সাহেবের কথায় মনে হচ্ছে তারা উপর দিয়েই যাবে। এটি ভালো। তবে উপর দিয়ে যাওয়ার আগে সরকারকে একটি ধন্যবাদ দেয়া প্রয়োজন। তিনি আরও বলেন, তাদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত নেতিবাচক প্রচারণা সত্ত্বেও আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ প্রায় হয়ে গেছে। তারা অতীতে যে প্রচারণা চালিয়েছে সেজন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে ধন্যবাদ দেয়া প্রয়োজন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: