মুন্সীগঞ্জে জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ০৪:১৯ এএম
মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশিলমন্দি গ্রামের জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। ভিত্তি প্রস্তর স্থাপনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খান মো. নাজমুল শোয়েবের সভাপতিত্বে আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস.এম. শফিক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার ও আশরাফুল আলম লিটন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম রুবি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: