ঝিনাইদহে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ০১:৪১ এএম
ঝিনাইদহে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। বুধবার সকালে শহরের এইচএসএস সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে এম ওয়াহেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির আহ্বায়ক এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সদস্য সচিব আলমগীর হোসেন, বিএনপি নেতা আশরাফুল ইসলাম পিন্টু, মোফাজ্জেল মুন্সী, টোকন জোয়ার্দ্দারসহ অন্যান্যরা। এসময় বক্তারা, ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: