গাড়ি দুর্ঘটনার কবলে আজহারউদ্দিন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ০৩:১৪ এএম
গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। বুধবার (৩০ ডিসেম্বর) রাজস্থানের সুরওয়ালে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আজহারউদ্দিনের শরীরে কোনো আঘাত লাগেনি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী। খবর- এএনআই। এবিপির রিপোর্ট অনুযায়ী লালসট-কোটা হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখেই বোঝা যায় দুর্ঘটনা কতটা গুরুতর ছিল। তবে আজহারউদ্দিন বড় কোনো আঘাত ছাড়াই কোনো রকমে বেঁচে যান। আজহার জয়পুর থেকে রনথম্বোরে যাচ্ছিলেন। আজহারের সঙ্গে থাকা ব্যক্তির অল্প চোট লেগেছে। সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আজহার। তখনই গাড়ির টায়ার ফেটে বিপত্তি দেখা দেয়। উল্টে যায় গাড়িটি। সুরওয়াল থানার পুলিশ কর্মকর্তা চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা গেছে। পরে অন্য গাড়িতে করে আজহারকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়। সিরাজ আলি নামে এক স্থানীয় ব্যক্তি দুর্ঘটনায় তিনি আহত হন। যিনি হোটেলে কাজ করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতের হয়ে ৯৯টি টেস্ট ও ৩৩৪ ওয়ানডে খেলা আজহারউদ্দিন তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯৬ বিশ্বকাপে তার নেতৃত্বেই ভারত সেমিফাইনালে ওঠে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: