আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করলো ভারত

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ০৫:১২ পিএম
অবশেষে প্রতীক্ষার অবসান। কোভিড ১৯ ভ্যাকসিন ড্রাইভে প্রবেশ করেছে ভারত। আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করলো ভারত। প্রথম পর্যায়ে প্রায় ছ-লক্ষ উননব্বই হাজার টিকার ডোজ পাঠিয়েছে কেন্দ্র। যার মধ্যে কলকাতা পেয়েছে প্রায় ৯৪ হাজার ভ্যাকসিন। করোনার বিরুদ্ধে টিকাকরণের প্রথম দিনে তাই উত্‍সাহ-উদ্দীপনা চরমে। সকাল সাড়ে দশটায় ভিডিয়ো কনফারেন্সে এই ভ্যাকসিনেশন-পর্ব শুরু উদ্ভোদন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: