বিদ্রোহীর কাছে নৌকার পরাজয়, টিকল না ধানের শীষ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ০৭:২৫ পিএম
রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে এই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শহীদকে এক হাজার ৬০৪ ভোটের ব্যাবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুক্তার আলী। পৌর এলাকার ৯টি কেন্দ্রের ফলাফলে মুক্তার আলী নারিকেল গাছ মার্কায় ভোট পেয়েছেন ৫ হাজার ৯০৪, তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান শহীদ নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৩০০। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী তোজাম্মেল হক পেয়েছেন এক হাজার ২৭৬ ভোট। নির্বাচনের ফলাফল পাওয়ার পর মুক্তার আলী স্থানীয় সাংবাদিকদের বলেন, নৌকা আমার প্রতিদ্বন্দ্বী ছিল না। আমার প্রতিদ্বন্দ্বী ছিল ব্যাক্তি। আমি বিজয়ী হয়ে সেটি প্রমাণ করেছি। আমার নেতা স্থানীয় সাংসদ আলহাজ শাহরিয়ার আলম তিনি ঢাকা থেকে বাড়িতে এসে ভোট দিয়েছেন এ জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: