দ্বিতীয় দফার পৌর নির্বাচনে যে চারটিতে জিতেছে বিএনপি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ০৫:২২ পিএম
এক যোগে শনিবার দেশের ৬০ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মেয়র প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি। দ্বিতীয় ধাপের নির্বাচনে দেশের ৬০টি পৌরসভার মধ্যে চারটিতে জিতেছে বিএনপি। শনিবার রাতে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এসব ফলাফল পাওয়া গেছে। দিনাজপুর বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম পরপর তিনবার মেয়র নির্বাচিত হলেন। জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক সন্ধ্যায় ফল ঘোষণা করেছেন। তিনি বলেন, সৈয়দ জাহাঙ্গীর আলম ৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাশেদ পারভেজ পেয়েছেন ২৪ হাজার ২২৬ ভোট। বগুড়ার সন্তাহার জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ সন্ধ্যায় ফল ঘোষণায় বলেন, বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন সাত হাজার ৭৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন সাত হাজার ৪০২ ভোট। নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ হাজার ৭৪৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ছাবির আহমদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধী নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেল পেয়েছেন ৫ হাজার ৪৮৫ ভোট। মাধবপুর, হবিগঞ্জ মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপির হাবিবুর রহমান মানিক ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পংকজ সাহা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ১৮৫।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: