চলমান ট্রাককে অতিক্রমকালে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

বানারীপাড়া-বরিশাল সড়কে চলমান মিনি ট্রাককে অতিক্রমকালে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বরিশালের বানারীপাড়ায় উপজেলার চৌয়ারীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক ছেলে।
নিহতরা হলেন বীরমহল এলাকার সুমন হাওলাদার (৪৫) ও বড় ছেলে মিসকাত হাওলাদার (১১)। এছাড়া ছোট ছেলে হাসিব হাওলাদার (৪) গুরুতর আহত হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার বিকালে বানারীপাড়া-বরিশাল সড়কে চলমান মিনি ট্রাকটি অতিক্রমকালে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন হাওলাদার, বড় ছেলে মিসকাত হাওলাদার ও ছোট ছেলে হাসিব হাওলাদার গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।
আমিনুল/শিইসি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: