কিংবদন্তী অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ০৮:৪২ পিএম
বিনম্র শ্রদ্ধায় বাংলা চলচ্চিত্র কিংবদন্তী অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার সকালে শহরের গোপালপুর মহল্লায় হিমসাগর লেনে মহানায়িকার পৈতৃক বাড়িতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে তার ভাস্কর্যে পুষ্পবক অর্পন করেন ভারতীয় হাই সহকারি কমিশনার রাজশাহী মি. সঞ্জীব কুমার ভাটিসহ অন্যান্যরা। পরে পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু’র সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীস্থ ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার মি.সনজিব কুমার ভাটি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, বনমালী ইনস্টিটিউটের সাধারন সম্পাদক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারন সম্পাদক ড. নরেশ মধু, বিশিষ্ট চিকিৎসক রামদুলাল ভৌমিক প্রমূখ। বক্তারা বলেন, একমাত্র বাংলাদেশের ভিসার কোম্পানির দক্ষিণ কোরিয়া সুচিত্রা সেনের মতো শৈল্পিক মুগ্ধকর অভিনয় যুগ যুগ ধরে বেঁচে থাকবে পৃথিবীর অসংখ্য মানুষের মাঝে। বাংলা চলচ্চিত্রের সুস্থ ধারার অভিনয় জগতে এক বিস্ময়কর নাম হলো সুচিত্রা সেন। আজকে তার স্মৃতিকে ধরে রাখতে হবে। আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে অমর এই শিল্পীর কথা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: