পাকিস্তানের দূতাবাস ঘেরাও চেষ্টা, পুলিশের বাধা

পাকিস্তানে বসবাসরত ৩০ লাখ বাঙালির অধিকার নিশ্চিতের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ স্মারকলিপি দিয়েছে পাকিস্তান দূতাবাসকে। রবিবার (১৭ জানুয়ারি) সকালে মুক্তিযুদ্ধ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি গুলশান-২ নম্বরে থামিয়ে দেয় পুলিশ। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থানের পর, পাকিস্তান দূতাবাসের দিকে অগ্রসর হতে গেলে আবারো থামায় পুলিশ। পরে স্থানীয় দূতাবাস এলাকার নিরাপত্তা বাহিনীর কাছে স্মারকলিপি হস্তান্তর করে তারা পরবর্তীতে আরও জোরালো কর্মসূচির ঘোষণা দেয়।
মুক্তিযুদ্ধ মঞ্চের এক সদস্য বলেন, ‘আমরা যদি স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে অন্তত বাঙালি জাতির অধিকারের কথা না বলি তাহলে আমাদের স্বাধীনতার পূর্ণতা আসবে কখন।’
কাওসার/নিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: