বিএনপির সদ্য বিজয়ী কাউন্সিলর হত্যা, এক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১০:৪৮ পিএম
সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিএনপি মনোনীত সদ্য বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী। পুলিশ জানিয়েছে, রোববার রাতে তরিকুল হত্যা মামলার এজাহারভুক্ত ২৭ নম্বর আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিরাজগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, ওইদিন রাতে নিহত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের ছেলে হৃদয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহদত হোসেন বুদ্ধিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০/৪৫ জনের নামে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য, ১৬ জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর সভার ৬ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: