ভারত উপহার হিসেবে বাংলাদেশকে কিছু টিকা দেবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ০৮:০১ পিএম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত কিছু টিকা উপহার দেবে, তবে কোন কোম্পানির (টিকা) দেবে তা জানি না। গ্লোব বায়োটেককেও সহায়তা করা হবে যতটুকু তারা চায়। সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরিইউ) নজরুল হামিদ মিলনায়তনে নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সরকারি টিকা দেয়া হবে বিনামূল্যে। কিন্তু বেসরকারি টিকার দাম নির্ধারণ করে দেয়া হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ টিকা কিনবে চার ডলারে। বেক্সিমকোকে প্রতি ডোজে এক ডলার করে দেয়া হবে। ভারত সরকার যে দামে টিকা কেনার কথা ছিল, বাংলাদেশকেও একই দামে টিকা দেবে। তবে বাংলাদেশ যে দামে টিকা কিনছে, ভারত তার চেয়ে বেশি দামে কিনলেও বাংলাদেশকে অতিরিক্ত টাকা দিতে হবে না।’ মন্ত্রী আরো বলেন, ভারত সরকার বাংলাদেশকে কিছু টিকা উপহার স্বরূপ দেবে। তবে কতগুলো দেবে তা তিনি বলতে পারেননি। জাহিদ মালেক বলেন, ‘এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ফাইজারের চার লাখ টিকা আসবে। এই টিকা সংরক্ষণ করতে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফ্রিজার প্রয়োজন হয়। আমাদের কিছু ফ্রিজার আছে এ ধরনের যেগুলো গবেষণার কাজে ব্যবহার করা হয়, ফাইজারের টিকা সংরক্ষণে ওই ফ্রিজারগুলোই ব্যবহার করা হবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: