বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ০৩:০২ পিএম
ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম দশদিনে ট্রাম্পের নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত বাতিল করবেন তিনি। বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন তিনি। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এসময় শপথ নেবেন। গেল ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয় ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের মধ্যে। নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন বাইডেন। আর ট্রাম্প পান ২৩২ ইলেকটোরাল ভোট। তবে ফলাফল নিশ্চিত হওয়ার পরও পরাজয় মানতে নারাজ ট্রাম্প। ভোট জালিয়াতির অভিযোগ এনে একের পর এক বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদন করতে থাকে ট্রাম্প শিবির। তবে এতে ভোটের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। গেল ৬ই জানুয়ারি জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে কংগ্রেসে যৌথ অধিবেশনে বসেন দেশটির আইনপ্রণেতারা। কিন্তু বাইডেনের জয় ঘোষণা ঠেকাতে ক্যাপিটল ভবন দখলে নিয়ে নজিববিহীন তান্ডব চালায় ট্রাম্পসমর্থকরা। হামলার কয়েক ঘণ্টা পরই ইলেক্টোরাল ভোট গণনা করে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় কংগ্রেস। ক্যাপিটল হিলের পশ্চিম প্রাঙ্গণে প্রেসিডেন্ট হিসেবে ২০শে জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন। একইসঙ্গে প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: