এইচএসসির ফল প্রকাশের বিল সংসদে উত্থাপন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ০৫:১৮ পিএম
করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে তিনটি বিল উত্থাপন করা হয়েছে। এসব বিল দ্রুত পাস করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শুরু হয় সংসদের একাদশ অধিবেশন। অধিবেশনের কার্যসূচি অনুযায়ী শিক্ষামন্ত্রী ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স-১৯৬১, কারিগরি শিক্ষাবোর্ড আইন-২০১৮ এবং মাদ্রাসা শিক্ষাবোর্ড আইন-২০২০ সংশোধনের জন্য উত্থাপন করেন। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এ সময় অধিকতর যাচাই-বাছাই করে আইনটি দ্রুত সংসদে উপস্থাপন করতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ। সংসদে আইন পাশ হলেই শিগগিরই ফল প্রকাশ করা হবে বলে সংসদ অধিবেশনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: