বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিল ভারত

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ০২:৫৯ পিএম
বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে পাঁচটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার (১৯ জানুয়ারি ) বিকেলে পেট্রাপোল-বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে এসব কুকুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ক্যান্টনমেন্টে মেজর এনামুল হক জানান, উপহারের পাঁচটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে চেকপোস্ট শূন্যরোখায় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ভারতীয় সেনাবাহিনী তুলে দেয়। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতিকারী শনাক্ত করতে সক্ষম বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়ে ছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: