কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭৬০ পিস ইয়াবাসহ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ০৯:১৪ পিএম
কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ১৭৬০ পিস ইয়াবাসহ মো. মামুন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জালালাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. মামুন মিয়া জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের সতেরদ্রোন গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে। র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন। লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জালালাবাদ এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালায়। অভিযানে ১৭৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক হজার ৯শ’ টাকাসহ মাদক ব্যবসায়ী মো. মামুন মিয়াকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: