সরিষাবাড়ী পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষে সভা

আগামী ৩০ জানুয়ারী জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে মেয়র-কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এনামুল হক।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদএর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জামালপুর জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার। এ সময় আরো বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী আব্দুল হক তরফদার, মমিনুল ইসলাম প্রমূখ।
আমিনুল/শিইসি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: