বান্দরবানে ৩৩৯ জন ভূমিহীন পরিবাকে দেয়া হল নতুন ঘর

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ০৭:২৮ পিএম
পার্বত্য চট্টগ্রামের ভূমিহীনদের পুর্নবাসনের পাশাপাশি সরকার গরীব অসহায়দের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসান মাসুদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার প্রমুখ। অনুষ্ঠানে বান্দরবানে প্রথম পর্যায়ে সাতটি উপজেলায় ৩৩৯ জন ভূমিহীন পরিবারের মাঝে নতুন ঘর ও দুই শতাংশ জমির দলিল প্রদান করা হয়। পুরো জেলায় মোট ২১৩৪ জন ভূমিহীন পরিবারের মাঝে পর্যাক্রমে এসব ঘর প্রদান করা হবে। এসব ঘর নির্মাণে সরকারের খরচ হচ্ছে ৫ কোটি ৭৯ লক্ষ ৬৯ হাজার টাকা। তবে দেশের অন্যান্য অঞ্চলে ভূমিহীনরা ঘরের পাশাপাশি ২ শতাংশ জমি পেলেও পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্ত কার্যক্রম বন্ধ থাকায় এখনোই এই জমি প্রদান করা হচ্ছে না তাদের। পাহাড়ে ভূমি সমস্যার কারণে ২০০১ সাল থেকে ভূমি বন্দোবস্ত বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে বৈঠকের পর ভূমিহীনদের মাঝে এই জমি প্রদান করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।    

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: