ডিএনসিসির কাছে হারলো ভারতীয় হাই কমিশন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ০৩:১০ এএম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ভারতীয় হাইকমিশনের মাঝে আজ এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ১৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে (ডিএনসিসি)। ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে উদয়াচল পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় প্রীতি ম্যাচ শুরু হয়। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় হাইকমিশন। ২০ ওভার ব্যাট করে ৩০০ রান সংগ্রহ করে ডিএনসিসি। জবাবে ১৩ ওভারে মাত্র ১২৮ রান তুলতেই অলআউট হয়ে যায় ভারতীয় হাইকমিশন। ডিএনসিসির ব্যাটসম্যান সানি ৩৩ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ২ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ডিএনসিসি দলের অধিনায়ক ছিলেন মেয়র আতিকুল ইসলাম। ম্যাচ উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক প্রমুখ। দর্শক গ্যালারিতে বসে পুরো ম্যাচ উপভোগ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: