লোহাগাড়ায় শীতার্তদের পাশে জেলা পরিষদ

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের লোহাগাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। শনিবার (২৩ জানুয়ারি) লোহাগাড়া সদর, আমিরাবাদ এবং আধুনগর ইউনিয়নের কয়েক শতাধিক মানুষের হাতে এসব কম্বল, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়
বিতরণকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার কামাল, লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বড়হাতিয়ার কৃতি সন্তান, সমাজসেবক মিরান হোসেন মিজান প্রমুখ।
কম্বল নিতে আসা কয়েকজন বলেন, মাঘের কনকনে শীতে খুব কষ্টের মধ্যে রাত্রিযাপন করছি। কারণ আমাদের পরিবারে প্রয়োজনের তুলনায় গরম কাপড় রয়েছে কম। এখন কিছুটা হলেও শীত থেকে বাঁচবো।
আমিনুল/শিইসি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: