কথা আছে বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ

এম এইচ সৈকত, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজিব (২০) নামে এক যুবকের বিরুদ্ধে ৯ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ ছাত্রীর পিতা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সজিব জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীবাড়ি শান্তিনগর বৌ-বাজার এলাকার আব্দুর রহিমের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিবাদী সজিব ও ভুক্তভুগী ছাত্রী উভয়েই পরিবারের সাথে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। সেই সুবাদে সজিব ঐ স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে সাড়া দেয়নি। সুযোগ বুঝে গত ১৮ জানুয়ারি দুপুরে কথা আছে বলে মেয়েটিকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সজিব। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি অবগত করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফয়সাল আলম জানান, ভুক্তভুগীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এআইআ/এইচি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সবিচালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
পাঠকের মন্তব্য: