রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে দুই যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ০৭:৪৬ পিএম
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই যুবক। নিহতরা হলেন মো. শোয়েব আহমেদ (২৮) ও মো. নাইমুর রহমান নয়ন (২২)। সোমবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) প্রজেক্ট এলাকায় পৃথক পৃথক ভাবে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার ভোরে পারিবারিক কলহে জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মো. শোয়েব আহমেদ। এর প্রায় ৯ ঘন্টা ব্যবধানে বন্ধুদের ফাঁস শিখাতে গিয়ে মো. নাইমুর রহমান নামে আরেক যুবক আত্মহত্যা করে। নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত নাইমুর রহমান কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডে কর্মরত মো. ফরহাদ হোসেনের ছেলে বলে জানা গেছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিতি করে বলেন, মরদেহগুলো ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: