বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি হেলাঞ্চি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হেলাল হোসেন ওরফে হেলাঞ্চিকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের গমের মুন্সির ছেলে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে হেলাঞ্চিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার রাতে ঢাকা মিরপুর সাপড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নন্দীগ্রাম থানায় হেলাল হোসেন ওরফে হেলাঞ্চির নামে চুরি, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। এরমধ্যে ২০১৬ সালের দায়েরকৃত একটি মামলায় আদালত তাকে ৫০০ টাকা অর্থদন্ড ও ৬ মাসের সাজা দেন। আবার এসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এরপর থেকে সে পলাতক ছিলেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি হেলাল হোসেন ওরফে হেলাঞ্চিকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আমিনুল/শিইসি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: