প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা খোলার প্রস্তুতি

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ০২:৩৩ পিএম
আগামী ৪ঠা ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ডিপিই থেকে আগামী ৪ঠা ফেব্রুয়ারির পর যেকোনো দিন স্কুল খুলতে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়। সোমবার (২৫ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা দেশের সব দাখিল, আলিম, ফাজিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে পাঁচ ফুটের কম দৈর্ঘ্যের প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। পাঁচ ফুটের বেশি দৈর্ঘ্যের বেঞ্চে দুজন শিক্ষার্থী বসার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও নিরাপদ শিখন কার্যক্রম পরিচালনা করতে হবে মাদ্রাসাগুলোকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: