চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ঝুঁকিপূর্ণের তালিকায় ৪ শতাধিক কেন্দ্র

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ০৬:১২ পিএম
নানা কারণেই বহুল আলোচিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট বুধবার (২৭ জানুয়ারি)। সোমবার (২৫ জানুয়ারি) মধ্যরাতের পর থেকেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সব ধরনের প্রচার-প্রচারণায়। প্রায় ২০ লাখ ভোটার কাল বেছে নেবেন তাদের জনপ্রতিনিধি। তবে এবার চারশোরও বেশি ভোটকেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়। প্রায় ২৬ হাজার সদস্য সামলাবেন ভোটগ্রহণ ও নিরাপত্তার দায়িত্ব। যদিও সব শঙ্কার কথা উড়িয়ে দিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছে নির্বাচন কমিশন। টানা ২০ দিনের বিরামহীন প্রচারণা শেষ। ধুলোমাখা প্রচারপত্রগুলোও জানিয়ে দিচ্ছে বন্দর নগরী এখন অপেক্ষায় ভোট উৎসবের। তাই নগরীর পথে পথে আইনশৃংখলা বাহিনীর কড়া তৎপরতা। এবারের ভোটে মেয়র পদে আওয়ামী লীগ বিএনপি প্রার্থী ছাড়াও আছে আরো ৫ জন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর ৫৭ আর ৪১ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৭২ জন প্রার্থী। প্রায় ২ মিলিয়ন ভোটারের জন্য প্রস্তুত ৭৩৫টি ভোটকেন্দ্র। যার অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ মনে করছে নির্বাচন কমিশন। এজন্য সাধারণ ও অতি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে নিরাপত্তা পরিকল্পনাও চূড়ান্ত আইনশৃঙ্খলা বাহিনীর। ভোটের দিন কেন্দ্র ও আইনশৃঙ্খলা মিলে দায়িত্বে থাকছে প্রায় ২৬ হাজার সদস্য। এরইমধ্যে মাঠে নেমেছে ২৫ প্লাটুন বিজিবি। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও নির্বাচন কমিশনের আশা, শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই হবে এই ভোট। তাই ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহবান কমিশনের। বুধবার সকাল আটটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে একটানা ভোটগ্রহণ। তবে, সাধারণ ছুটি থাকছে না নির্বাচনী এলাকায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: